ClixSense এ একাউন্ট খুলতে প্রথমে নিচের সবুজ রঙের বাটন/লিঙ্কটি ক্লিক করে ClixSense এর ওয়েব সাইট এ যান। লিঙ্কটিতে ক্লিক করলে ClixSense সাইট টি একটি নতুন উইন্ডো বা ট্যাব এ খুলবে।

ClixSense এ একাউন্ট খুলতে এই লিঙ্কটিতে ক্লিক করুন    
ClixSense সাইট টিতে যাবার পরে ডান দিকের Signup ফরম টি পূরণ করুন।


যদি আপনার নাম Kamal Rahman, ইমেইল [email protected] এবং সাইট টি ব্যবহার এর জন্য Username দিতে চান kamalbd, তাহলে ফরম টি নিচের মত করে পূরণ করুন:

পাসওয়ার্ড টি অন্তত ৬ অক্ষরের হতে হবে।

ফরমটি পুরুন হয়ে গেলে "Signup Now" বাটন টিতে ক্লিক করুন।

Sugnup Now বাটন তিতে ক্লিক করার পরে আপনার ইমেইল একাউন্ট এ একটি ইমেইল চলে যাবে এবং নিচের মত স্ক্রিন দেখতে পাবেন।

ইমেইল না পেলে "Resend Validation Link" বাটন টিতে ক্লিক করুন।

ইমেইল টি ClixSense.com ([email protected]) হতে আসবে এবং সাবজেক্ট Email Validation থাকবে।


ইমেইল টি খুললে "Please click on the following link in order to confirm it:" লেখার নিচে একটি লিঙ্ক দেখতে পাবেন। লিঙ্কটিতে ক্লিক করুন।


লিঙ্কটি ক্লিক করার পর নিচের মত Sign In পেজ দেখতে পাবেন যেখানে আপনার পূর্বের ফর্ম পুরুনের সময় দেয়া Username ও Password দিয়ে Sign In করতে হবে।


Sign In করার পরে নিচের মত একটি একটি স্ক্রিন দেখতে পাবেন যাতে লেখা রয়েছে Your account has been successfully activated.

এই স্ক্রিন পর্যন্ত আসলেই আপনার একাউন্ট খুলা হয়ে গেল। এখন কিভাবে ClickSense হতে ক্লিক করে অর্থ উপার্জন করবেন তার জন্য টিউটোরিয়াল এর পরের অধ্যায়টি দেখুন।

পরবর্তী অধ্যায়: