PTC সাইট হতে অতি সহজে শুধু মাত্র ক্লিক করেই আপনি টাকা উপার্জন করতে পারেন।

PTC এর মানে হচ্ছে Paid to Click অর্থাৎ "ক্লিক এর বিনিময়ে টাকা"। এই সাইট গুলি বিজ্ঞাপন দাতাদের কাছ হতে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য টাকা নিয়ে যারা বিজ্ঞাপনটি দেখবে (অর্থাৎ আপনাকে) সেই টাকার একটি অংশ প্রদান করে।

সবগুলি সাইটই মূলত একইভাবে কাজ করে। প্রথমে আপনাকে যেই সাইট এ কাজ করবেন, সেখানে একাউন্ট খুলে নিতে হবে। এই একাউন্ট খুলার কাজটি সম্পূর্ণ ফ্রি। এরজন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না।

একাউন্ট খুলা হয়ে গেলে একাউন্ট এ ঢুকার পর সাইট গুলি আপনাকে কিছু অ্যাড (বিজ্ঞাপন) এর লিংক দেখাবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে ৫ হতে ৩০ সেকেন্ড অ্যাডটি দেখতে (পেজ টি খুলে রাখলেই চলবে) হবে। দেখা হয়ে গেলেই আপনার একাউন্ট এ সেই অ্যাড টি দেখার টাকা জমা হয়ে যাবে।

EasyEarnBD.com এ আমরা আপনাকে কিছু বিশ্বস্থ সাইট এ আপনি কিভাবে একাউন্ট খুলবেন এবং কাজ করবেন সেটি দেখিয়ে দেবার চেষ্টা করব। এছাড়া সেখানে আয় কিভাবে বাড়াবেন তাও কিছুটা দেখানোর চেষ্টা করবো।

অনলাইন এ আয়ের সবচেয়ে সহজ পদ্ধতি হওয়ায় অনেক ভুয়া PTC সাইটও তৈরী হচ্ছে। আমরা তাই এখানে শুধুমাত্র সবচেয়ে বিশ্বাসযোগ্য PTC সাইট গুলি নিয়েই কাজ করছি।

নিচে বিশ্বস্থ PTC সাইট গুলি এবং সেগুলিতে কিভাবে একাউন্ট খুলবেন ও কাজ করবেন তার টিউটোরিয়াল দেয়া হলো: