পূর্বের অধ্যায় দুটিতে আমরা NeoBux এ একাউন্ট খুলা এবং ক্লিক করে আয় করা শিখেছি। এখন আমরা আমাদের আয় আরো বাড়ানোর কিছু উপায় দেখবো।
যেকোনো PTC সাইট এর মত NeoBux হতে আয় বাড়ানোর একটি সহজ উপায় হলো Affiliate. Affiliate এর মাধ্যমে যদি কেউ আপনার Affiliate লিংক অনুসরন করে NeoBux এ যোগ দেয় তবে আপনি তাদের আয়ের উপর ভিত্তি করে কমিশন পাবেন।
Direct Referral পাবার জন্য আপনার একাউন্ট এর বয়স অন্তত ১৫ দিন হতে হবে এবং অন্তত ১০০টি ক্লিক করতে হবে। এই শর্ত দুটি পূরণ হবার পরে আপনি Affiliate/Referral হতে আয় করতে পারবেন।
আপনার Affiliate Link টি পাবার জন্য সাইট এর উপরের দিকে আপনার Username লেখাটিতে ক্লিক করুন।
পরবর্তী পেজ টির বাম দিকের "Banner" লিংক টিতে ক্লিক করুন।
এই পেজ টিতেই আপনার Affiliate Link দেখতে পাবেন।
আপনার এই Affiliate Link টি আপনি আপনার বন্ধুদের দিতে পারেন, Facebook ও অন্যান্য Social Site এ Share করতে পারেন। তাছাড়া আপনার কোনো ব্লগ বা অন্য সাইট থেকে থাকলে সেখানেও আপনি এই লিঙ্কটি প্রচার করতে পারেন।
মনে রাখবেন: Referral হতে আয় পাবার জন্য প্রতিদিন ৪টি কমলা রঙের অ্যাড এ ক্লিক করতেই হবে। নাহলে আপনি পরবর্তী দিনের affiliate bonus পাবেন না।
এছাড়া Mini Jobs হতে আপনি বিভিন্ন ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন। Mini Jobs এ কাজ করতে Offers > Mini Jobs এ ক্লিক করুন।
শুরুর দিকে প্রতিদিন কাজ নাও পেতে পারেন। তাই প্রতিদিন একবার চেক করে দেখতে পারেন নতুন কোনো কাজের সুযোগ আছে নাকি।
আপনার অনলাইন এ আয় আরো বাড়াতে আপনি জনপ্রিয় অপর PTP সাইট ClixSense এও কাজ করতে পারেন। PTP সাইট গুলির কাজ করতে খুব একটা বেশি সময় দেবার প্রয়োজন পরে না। তাই আপনি অনায়েসেই ২টি সাইট এই একসাথে কাজ করে যেতে পারেন।