পূর্বের অধ্যায় দুটিতে আমরা Traffic Monsoon এ একাউন্ট খুলা এবং ক্লিক করে আয় করা শিখেছি। এখন আমরা আমাদের আয় আরো বাড়ানোর কিছু উপায় দেখবো।

যেকোনো PTC সাইট এর মত Traffic Monsoon হতে আয় বাড়ানোর একটি সহজ উপায় হলো Affiliate. Affiliate এর মাধ্যমে যদি কেউ আপনার Affiliate লিংক অনুসরন করে Traffic Monsoon এ যোগ দেয় তবে আপনি তাদের আয়ের উপর ভিত্তি করে কমিশন পাবেন।

আপনার Affiliate Link টি পাবার জন্য আপনার Account Overview/My Account পেজ টির নিচের দিকে দেখুন।


নিচে Your Referral Link এবং Landing Pages লেখার পাশে যেই লিঙ্কগুলি দেখবেন সেগুলিই আপনার Affiliate লিঙ্ক।

৪টি লিঙ্কের যেকোনটিই আপনি ব্যবহার করতে পারেন।

আপনার এই Affiliate Link টি আপনি আপনার বন্ধুদের দিতে পারেন, Facebook ও অন্যান্য Social Site এ Share করতে পারেন। তাছাড়া আপনার কোনো ব্লগ বা অন্য সাইট থেকে থাকলে সেখানেও আপনি এই লিঙ্কটি প্রচার করতে পারেন।


Traffic Exchange লিঙ্ক ক্লিক করতে উপরের লাল Start Surfing 2:1, 20 sec বাটন টিতে ক্লিক করুন।


অথবা পেজ টির মধ্যে থাকা (যেখানে Cash Link বাটন থাকে তার ঠিক উপরে) নীল Start Surfing বাটন টিতে ক্লিক করুন।


পরবর্তী পেজ টি একটি ফ্রেম এ খুলবে যার নিচের দিকে অ্যাড এর পেজ টি লোড হবে এবং উপরের অংশে অ্যাড টি আর কতক্ষণ দেখতে হবে তা দেখাবে। শুধু উপরের অংশের দিকে লক্ষ রাখলেই আপনার চলবে।


অ্যাড দেখতে থাকার সময় অন্য কোনো সাইট এ গেলে অ্যাড টাইমার বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে নিচের Click here to go on watching... লেখাটিতে ক্লিক করুন।


অ্যাড দেখা শেষ হলে কয়েকটি icon দেখাবে যার নিচে লেখা থাকবে "Click identical image to validate site view." এর মধ্যে একটি একই icon এর ছবি দুই বার দেখাবে। সেই icon এর যেকোনো একটিতে ক্লিক করুন।


পরবর্তী অ্যাড দেখতে Next Site বাটন টিতে ক্লিক করুন।


১০ টি অ্যাড দেখা হয়ে গেলে Back to Accountবাটন টিতে ক্লিক করে আপনার একাউন্ট এ ফিরে যেতে পারবেন।

আপনার অনলাইন এ আয় আরো বাড়াতে আপনি জনপ্রিয় অপর দুইটি PTP সাইট NeoBux এবং ClixSense এও কাজ করতে পারেন। PTP সাইট গুলির কাজ করতে খুব একটা বেশি সময় দেবার প্রয়োজন পরে না। তাই আপনি অনায়েসেই ৩টি সাইট এই একসাথে কাজ করে যেতে পারেন।