NeoBux এ একাউন্ট খুলা হয়ে গিয়ে থাকলে আবার আমরা সাইট টি হতে অ্যাড ক্লিক করে আয় করা শিখব। ইতিমধ্যে একাউন্ট না খুলা হয়ে থাকলে পূর্বের অধ্যায় হতে একাউন্ট খুলা শিখে নিতে পারবেন। (শিখুন কিভাবে NeoBux সাইট টিতে একাউন্ট খুলবেন)
অ্যাড এ ক্লিক করতে প্রথমে NeoBux সাইট টিতে গিয়ে আপনার একাউন্ট এ ঢুকতে (Login) করতে হবে। NeoBux এর এড্রেস মনে না থাকলে নিচের লিংক টি ক্লিক করে NeoBux এ যান।
NeoBux সাইট টিতে যান
NeoBux সাইট টিতে যাবার পরে উপরের ডান দিকের Login লেখা টিতে ক্লিক করুন।
পরবর্তী স্ক্রীনে একাউন্ট খুলার সময় আপনার দেয়া Username ও Password দিয়ে তারপর send বাটন এ ক্লিক করে আপনার একাউন্ট এ ঢুকুন। Secondary Password টি খালি রাখুন। এখানে কিছু লিখার প্রয়োজন নেই।
একাউন্ট এ ঢুকার পরে View Advertisements এ ক্লিক করুন।
পরবর্তী পেজ এ আপনি অনেক গুলি অ্যাড দেখবেন।
NeoBux এ নিচের কমলা রঙের অ্যাড গুলিতে ক্লিক করা বেশি গুরুত্বপূর্ণ। Referral হতে আয় পাবার জন্য প্রতিদিন ৪টি কমলা রঙের অ্যাড এ ক্লিক করতেই হবে। তাই আমরা প্রথমে নিচের কমলা রঙের একটি অ্যাড এ ক্লিক করি।
অ্যাড এ ক্লিক করার পর অ্যাড এর ভিতরে একটি লাল রঙের বৃত্ত দেখাবে এবং লেখা দেখাবে "Click the red dot". অর্থাৎ আপনাকে লাল রঙের বৃত্ত টিতে ক্লিক করতে হবে।
পরবর্তী পেজ টি একটি নতুন ট্যাব এ ফ্রেম এ খুলবে যার নিচের দিকে অ্যাড এর পেজ টি লোড হবে এবং উপরের অংশে NeoBux কিছু নির্দেশনা ও তথ্য দেখাবে। শুধু উপরের অংশের দিকে লক্ষ রাখলেই আপনার চলবে।
অ্যাড লোড হবার পর NeoBux লোগোটির o অক্ষরটি ধীরে ধীরে পূর্ণ হতে থাকবে।
O অক্ষরটি পূর্ণ হয়ে গেলে পাশে লেখা দেখাবে Advertisement Validated এবং তার পাশে Close লেখা একটি বাটন দেখাবে। এই বাটন টিতে ক্লিক করলেই অ্যাড টি বন্ধ হয়ে যাবে এবং আমরা অ্যাড দেখার টাকা পেয়ে যাব।
এখন আবার পূর্বের পেজ টিতে ফিরে গিয়ে আরেকটি অ্যাড ক্লিক করবেন।
টিউটোরিয়াল টি এই পর্যন্ত অনুসরণ করে থাকলে আপনি ইতিমধেই NeoBux এ ক্লিক করে আয় করা শিখে গিয়েছেন। পরবর্তী অধ্যায় এ আমরা দেখব কিভাবে আপনি আপনার আয়কে আরো বাড়াতে পারেন।