Traffic Monsoon এ একাউন্ট খুলতে প্রথমে নিচের সবুজ রঙের বাটন/লিঙ্কটি ক্লিক করে Traffic Monsoon এর ওয়েব সাইট এ যান। লিঙ্কটিতে ক্লিক করলে Traffic Monsoon সাইট টি একটি নতুন উইন্ডো বা ট্যাব এ খুলবে।

Traffic Monsoon এ একাউন্ট খুলতে এই লিঙ্কটিতে ক্লিক করুন    
উপরের লিঙ্কটিতে ক্লিক করে Traffic Monsoon সাইট টিতে যাবার পরে Signup লিঙ্কটিতে ক্লিক করুন।


ফর্ম টির প্রথম অংশ Personal Information ও Contact Information এ আপনার নাম, ফোন নম্বর এবং ইমেইল এড্রেস দিন।


এর পরের অংশ Account Information এ Enter Username এ সাইট টি ব্যবহার এর জন্য Username দিন।
Setup a Withdraw Code এ একটি কোড দিন যেটি আপনি একাউন্ট হতে টাকা তুলার সময় ব্যবহার করবেন। Retype Code এ একই কোড আরেকবার লিখুন।
Define Password (Letters and Numbers) এ সাইট টি ব্যবহারের জন্য পাসওয়ার্ড দিন। Password টি ৮ হতে ১২ অক্ষরের হতে হবে এবং অক্ষর ও সংখ্যা উভয় ব্যবহার করতে হবে। Retype Password এ একই পাসওয়ার্ড আবার দিন।


Payment Information এ আপনার Payza অথবা Paypal একাউন্ট এর ইমেইল এড্রেস দিন। Payza একাউন্ট না থাকলে এই লিংক টি থেকে একাউন্ট খুলে নিতে পারেন।


এর পরের Terms & Conditions অংশে "I understand and fully agree to TrafficMonsoon..." লেখাটির পাশে টিক চিহ্ন দিন।
Are you a robot? লেখাটির নিচে পাশে দেয়া কোড টি হুবুহু টাইপ করুন।
এরপর Proceed বাটন টিতে ক্লিক করুন।


এরপর নিচের মত পেজ দেখাবে যেখানে আপনাকে ইমেইল চেক করতে বলা হবে।


এখন আপনার ইমেইল চেক করুন। Trafficmonsoon ([email protected]) হতে একটি ইমেইল আসবে যার সাবজেক্ট থাকবে From Trafficmonsoon: Verification email


ইমেইল টিতে থাকা Activation লিঙ্কটিতে ক্লিক করুন।


লিঙ্কটি ক্লিক করার পরে আসা পেজ টিতে আপনার Username ও Password দিয়ে Activate! বাটন টিতে ক্লিক করুন।


Active বাটন টিতে ক্লিক করার পরে প্রথমে প্রায় ১০ সেকেন্ড একটি অ্যাড দেখাবে। এখানে কোথাও ক্লিক করার প্রয়োজন নেই।


অ্যাড টি শেষ হলে "Thank you for viewing the site" লেখা দেখাবে। এর পাশে থাকা Back to Dashboard বাটন টিতে ক্লিক করুন।


এর পরে নিচের মত একটি স্ক্রিন দেখবেন।


এই স্ক্রিন পর্যন্ত আসলেই আপনার একাউন্ট খুলা হয়ে গেল। এখন কিভাবে Traffic Monsoon হতে ক্লিক করে অর্থ উপার্জন করবেন তার জন্য টিউটোরিয়াল এর পরের অধ্যায়টি দেখুন।

পরবর্তী অধ্যায়: