Traffic Monsoon এ একাউন্ট খুলা হয়ে গিয়ে থাকলে আবার আমরা সাইট টি হতে অ্যাড ক্লিক করে আয় করা শিখব। ইতিমধ্যে একাউন্ট না খুলা হয়ে থাকলে পূর্বের অধ্যায় হতে একাউন্ট খুলা শিখে নিতে পারবেন। (শিখুন কিভাবে Traffic Monsoon সাইট টিতে একাউন্ট খুলবেন)

অ্যাড এ ক্লিক করতে প্রথমে Traffic Monsoon সাইট টিতে গিয়ে আপনার একাউন্ট এ ঢুকতে (Log In) করতে হবে। Traffic Monsoon এর এড্রেস মনে না থাকলে নিচের লিংক টি ক্লিক করে Traffic Monsoon এ যান।

Traffic Monsoon সাইট টিতে যান    
Traffic Monsoon সাইট টিতে যাবার পরে ডান দিকের Log In লেখা টিতে ক্লিক করুন।


পরবর্তী স্ক্রীনে একাউন্ট খুলার সময় আপনার দেয়া Username ও Password দিন। Turing number এ পাশে দেখানো কোড টি হুবুহু টাইপ করুন। তারপর Log In বাটন এ ক্লিক করে আপনার একাউন্ট এ ঢুকুন।


Traffic Monsoon এ প্রতিবার Log In করার পরে প্রথমে প্রায় ১০ সেকেন্ড একটি অ্যাড দেখাবে। এখানে কোথাও ক্লিক করার প্রয়োজন নেই।


অ্যাড টি শেষ হলে "Thank you for viewing the site" লেখা দেখাবে। এর পাশে থাকা Back to Dashboard বাটন টিতে ক্লিক করুন।


এর পরে নিচের মত একটি স্ক্রিন দেখবেন। এই স্ক্রিন টিকে আমরা Account Dashboard বলবো।


Traffic Monsoon এ ২ ধরনের ক্লিক করার লিংক রয়েছে। একটি হচ্ছে Cash Link যেটি ক্লিক করলে আয় করা যাবে। অপরটি হচ্ছে Traffic Exchange যেটি ক্লিক করলে আপনি আপনার কোনো লিংক/সাইট এ ভিসিটর পাবেন।


এখানে আমরা Cash Link হতে আয় করা শিখব। Traffic Exchange Link ক্লিক করা নিয়ে পরবর্তী অধ্যায় এ আলোচনা হবে।

Cash Link গুলি সবসময় থাকে না। যখন আপনার ক্লিক করার জন্য Cash Link থাকবে, তখন Account Dashboard এর মাঝের দিকে Click Here to Go to Cash Links লেখা একটি সবুজ বাটন দেখবেন।


Click Here to Go to Cash Links বাটন টিতে ক্লিক করুন।


Cash Linka পেজ টিতে যেতে নিচের বাটন টিতেও ক্লিক করতে পারেন।
Traffic Monsoon Cash Links পেজ টিতে যান    
Cash Link পেজ এ অনেক গুলি Claim বাটন দেখবেন। বাটন গুলির উপরে সেই অ্যাড টি দেখলে কতো আয় করবেন দেয়া আছে। যেকোনো একটি "Claim" বাটন এ ক্লিক করুন।


পরবর্তী পেজ টি একটি ফ্রেম এ খুলবে যার নিচের দিকে অ্যাড এর পেজ টি লোড হবে এবং উপরের অংশে অ্যাড টি আর কতক্ষণ দেখতে হবে তা দেখাবে। শুধু উপরের অংশের দিকে লক্ষ রাখলেই আপনার চলবে।


অ্যাড দেখতে থাকার সময় অন্য কোনো সাইট এ গেলে অ্যাড টাইমার বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে নিচের Click here to go on watching... লেখাটিতে ক্লিক করুন।


অ্যাড দেখা শেষ হলে একটি সংখ্যা দেখাবে। সংখ্যা টি পাশের ঘরে হুবুহু টাইপ করুন। এরপর পাশের Credit Click! বাটন টিতে ক্লিক করুন।


সংখ্যা টি ঠিক মত টাইপ করা হলে পরের স্ক্রিন এ "Thank you. Your click has been credited!" লেখা দেখাবে। তার নিচের Back to Account বাটন টিতে ক্লিক করুন।


এখন আবার পূর্বের Cash Links পেজ টিতে ফিরে যাবেন। সেখানে গিয়ে আরেকটি অ্যাড এ ক্লিক করতে পারবেন।

টিউটোরিয়াল টি এই পর্যন্ত অনুসরণ করে থাকলে আপনি ইতিমধেই Traffic Monsoon এ ক্লিক করে আয় করা শিখে গিয়েছেন। পরবর্তী অধ্যায় এ আমরা দেখব কিভাবে আপনি আপনার আয়কে আরো বাড়াতে পারেন।

পরবর্তী অধ্যায়: